Top News

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা


 নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্বলালপুর রেললাইন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত দুইটায় ইটবালু, সিমেন্ট লোড-আনলোড শেষে তিনি (মামুন) বাসায় চলে যান। ভোর পৌনে পাচঁটায় তাকে বাসা থেকে মোবাইলে ফোনে প্রতিষ্ঠানের সামনে ডেকে এনে হঠাৎ গুলি করে দুই যুবক পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মামুনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। 

Post a Comment

Previous Post Next Post